বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান - হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি, যিনি জনগণের অধিকার আদায়ের আন্দোলন করতে গিয়ে তাঁর জীবনের সবথেকে মূল্যবান সময়গুলো কারাবন্দি হয়ে কাটিয়েছেন। তাঁর জীবনে বাংলার মানুষই ছিল অন্তঃপ্রাণ। বাংলার দুঃখী মানুষের মুখে হাসি ফুটাবেন, এই বাংলাকে সোনার বাংলা হিসেবে গড়বেন - এটাই ছিল বঙ্গবন্ধুর সংগ্রামী জীবনের একমাত্র ব্রত। ওয়েবসাইটের এই অংশে রাজনৈতিক কর্মকাণ্ডে উৎসর্গীকৃত - প্রাণ, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের রাজনীতিতে হাতেখড়ির বিবরণ থেকে শুরু করে পাকিস্তানের বিভিন্ন সংগ্রামী আন্দোলনে তাঁর ভূমিকা, ১৯৭১ সালের ২৫শে মার্চ রাতের ইয়াহিয়া-মুজিব-ভুট্টো বৈঠক পর্যন্ত বিস্তারিত হতিহাস এবং সবশেষে বঙ্গবন্ধুর কারাজীবন সম্পর্কে জানতে পারবেন।